<p>স্ত্রী হত্যার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আটক থাকা মো. জুয়েল (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার রাতে কারাগারের সেলে তিনি আত্মহত্যা করেন। এ ঘটনায় কারারক্ষীকে সাময়িক বরখাস্ত এবং প্রধান কারারক্ষী ও সহকারী কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। আত্মহত্যা করা জুয়েল জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আবু চান মিয়ার ছেলে। ২০২০ সাল থেকে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দি ছিলেন। সাময়িক বরখাস্ত হওয়া কারারক্ষী হলেন রিপন বড়ুয়া। বিভাগীয় মামলা হয়েছে প্রধান কারারক্ষী আব্দুর রশিদ ও সহকারী কারারক্ষী উত্তম কান্তি বড়ুয়ার বিরুদ্ধে। বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত জেলসুপার মো. ইকরামুল হক নাহিদ জানান, স্ত্রী হত্যা মামলায় বিচারাধীন থাকা জুয়েলকে সেলে রাখা হয়। গত বৃহস্পতিবার রাতে তিনি সেলের গ্রিলে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।</p>