<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কসবায় জীবন, আখাউড়ায় কাজল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের ডান হাত-বাম হাত বলে পরিচিত ছিলেন তাঁরা। এবার রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন গ্রেপ্তার হয়েছেন। পুলিশ তাঁকে পাঁচ দিনের রিমান্ডে এনেছে। একটি হত্যা মামলায় আসামি হিসেবে জীবনকে গ্রেপ্তার দেখানো হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইনমন্ত্রীর আরেক ঘনিষ্ঠজন কাজল হলেন আখাউড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকজিল খলিফা কাজল বর্তমানে অবৈধভাবে স্ত্রীসহ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থান করছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারের পটপরিবর্তনের পর আইনমন্ত্রী ও তাঁর ওই দুই ঘনিষ্ঠজনের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। আনিসুল হক আরো আগেই ঢাকায় গ্রেপ্তার হয়ে এখন জেলহাজতে আছেন। মাসখানেক আগে পালিয়ে ভারত চলে যান তাকজিল খলিফা কাজল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় সূত্রে জানা গেছে, একটা সময় ছিল আনিসুল হকের সংসদীয় এলাকা কসবা ও আখাউড়ার সব কিছু নিয়ন্ত্রণ করতেন রাশেদুল কায়সার ভূঁইয়া।</span></span></span></span></span></p>