<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানী ঢাকায় পৃথক দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচ দিনের ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এ ছাড়া গতকাল রাজধানীর বিভিন্ন থানার মামলায় শুনানি শেষে সাবেক আট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাসহ ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন একই আদালত। আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব হত্যা মামলার রিমান্ড শুনানিতে বিচারকের উদ্দেশে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি ভোলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। ওই এলাকার মানুষের সঙ্গে কথা বললে জানতে পারবেন আমি কেমন মানুষ। আমার এলাকায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। সেখানে অনেক উন্নয়ন করেছি। যে মামলায় আমাকে আসামি করা হয়েছে, বাদী নিজেও স্বীকার করেছেন তিনি ভুল করেছেন। মামলায় নাম-ঠিকানা ভুল আছে। আমাকে হয়রানি করার উদ্দেশ্যে এ মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমি কিছুই জানি না, আমি নির্দোষ। আমি রূপনগরে কখনো যাইনি। আমার রিমান্ড নামঞ্জুর করুন। আপনি ন্যায়বিচার করেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রূপনগর থানায় গুলি করে শামীম হাওলাদার হত্যা মামলায় আব্দুল্লাহ আল জ্যাকবকে গতকাল আদালতে নিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মামুন মিয়া। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। গত ১ অক্টোবর জ্যাকবকে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই রূপনগরে গুলিবিদ্ধ হন শামীম। পরে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শামীমের চাচাতো ভাই সম্রাট হাওলাদার ১৫ সেপ্টেম্বর রূপনগর থানায় জ্যাকবসহ ১২২ জনের নামে হত্যা মামলা করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>