<p style="text-align:justify">চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে গুলি করে হত্যার অভিযোগে তৌহিদুল ইসলাম প্রকাশ ফরিদ (৩২) নামে এক যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে সাতক্ষীরা সদর থানার আওতাধীন কামালনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে আনা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় ৫টি হত্যা মামলাসহ ১২টি মামলা রয়েছে।</p> <p style="text-align:justify">চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হলে পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী তৌহিদুল ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যা করার কথা স্বীকার করেছে। তৌহিদুল জানিয়েছে, গত ৪ আগস্ট সে একাই ২৮ রাউন্ড গুলি করে ছাত্র-জনতার ওপর নৃশংস হামলা চালায়।</p> <p style="text-align:justify">গ্রেপ্তারের পর আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। ওই সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।</p> <p style="text-align:justify">পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার তৌহিদুল ইসলাম চান্দগাঁও থানাধীন চান্দগাঁও ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত চসিকের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী হিসেবে পরিচিত। ওইদিন একটি শাটারগান নিয়ে তৌহিদুল গুলিবর্ষণ করেছিল। তবে তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি এখনো উদ্ধার হয়নি। অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।</p>