<p>নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) মধ্যরাতে জেলা শহরের বাবুপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।</p> <p>পারিবারিক সূত্রে জানা যায়, দীপক চক্রবর্তী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। শুক্রবার মধ্যরাতে পুলিশ এসে তাকে বাড়ি থেকে নিয়ে যায়। ২০১৩ সালের ১৪ ডিসেম্বর জেলা সদরের রামগঞ্জে সংগঠিত একটি মৃত্যুর ঘটনায় সম্প্রতি মামলা দায়ের হলে সেই মামলায় শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নীলফামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে পথ নাটক প্রদর্শন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731847629-42a7d8401bcc60a6ecc020e97a0339a4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নীলফামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে পথ নাটক প্রদর্শন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/17/1447687" target="_blank"> </a></div> </div> <p>নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৩ সালের ১৪ ডিসেম্বরের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।</p>