<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে চার দিনে ৪৯ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া চাঁদপুরের পদ্মা ও মেঘনায় গতকাল ১৭ জেলেকে এবং লালমোহনে ৯ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরিশাল : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরিশাল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গত চার দিনে ৪৯ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তিন লাখ ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত ১৩ থেকে ১৬ অক্টোবর রাত পর্যন্ত বরিশাল বিভাগে ৪৫৫টি অভিযান চালানো হয়েছে। পাশাপাশি ১৪৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে দুই হাজার ৫৭০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইলিশ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে। এ ছাড়া দুই কোটি ৬১ লাখ ৮০ হাজার ৬০০ টাকা মূল্যের ১১ লাখ ৪০ হাজার ৬০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাঁদপুর : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাঁদপুরের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পদ্মা ও মেঘনায় ১৭ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ৫০ কেজি ইলিশ, ১০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। গতকাল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ জেলেকে এক মাস করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লালমোহন (ভোলা) : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লালমোহনে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বুধবার রাতে ৯ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪১ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।</span></span></span></span></span></p>