<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গলা কেটে ও কুপিয়ে জামিল হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে স্ত্রীসহ তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দণ্ডপ্রাপ্তরা হলেন নিহতের স্ত্রী মৌসুমী, ভায়রা জুয়েল রানা তানভীর ও ভাড়াটে খুনি শফিকুল আলম ওরফে কসাই শফিক। কারাদণ্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয় তাঁদের। মামলার অন্য আসামি এমরান হাসান ওরফে ইমরান ওরফে সুলতান ঘটনা জানার পরও থানায় না জানানোর কারণে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এরফান ও মো. ইউনূস নামের দুজন খালাস পেয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ঢাকার সোয়ারীঘাটে গাম ও স্কচ টেপের কারখানা ছিল জামিলের। ওয়াটার ওয়ার্কস রোডের ৫৯ নম্বর বাসার দ্বিতীয় তলায় স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। জুয়েল রানা ওরফে তানভীর জামিলের ভায়রা। তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে জামিলের স্ত্রী মৌসুমীর। এ কারণে ২০১৬ সালের ২ মে জুয়েল, মৌসুমীসহ অন্যরা জামিলকে গলা কেটে হত্যা করেন। পরে মরদেহ লুকিয়ে রেখে জামিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রচার করে চকবাজার থানায় জিডি করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে পুলিশের সন্দেহ হওয়ায় মৌসুমীকে জিজ্ঞাসাবাদ শুরু করে তারা। জিজ্ঞাসাবাদে তাঁর বক্তব্যে অসংলগ্নতা পাওয়ায় তাঁকেসহ স্বজনদের নিয়ে রহমতগঞ্জের বাসায় যায় পুলিশ। এ সময় তালা ভেঙে ঘরে ঢুকে খাটের নিচে বস্তায় ভরে রাখা জামিলের গলা কাটা মরদেহ পাওয়া যায়। পরদিন জামিলের বড় বোন শাহিদা পারভীন চকবাজার থানায় হত্যা মামলা করেন।</span></span></span></span></span></p>