<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন পদত্যাগ করেছেন। গতকাল তিনি একাডেমিতে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেলিনা হোসেন বাংলা সাহিত্যের খ্যাতিমান ঔপন্যাসিক। ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি একাডেমির সভাপতি পদে তাঁকে তিন বছরের জন্য নিয়োগ দেয় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। ওই বছরের ৬ ফেব্রুয়ারি তিনি সভাপতি পদে যোগদান করেন। এই দায়িত্ব নেওয়ার আগে তিনি বাংলা একাডেমিতে দীর্ঘদিন চাকরি করেছেন। আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা বিভিন্ন সময় পদত্যাগপত্র জমা দেন। যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় ১০ আগস্ট পদত্যাগ করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. হারুন-উর-রশীদ আসকারী। ২৪ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। এরপর ৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজমকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।</span></span></span></span></span></p>