<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনো দলের একক সম্পত্তি নয়। ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার নেতৃত্ব কোনো ব্যক্তির একক ইজারাদারি নয়। কোনো বিতর্কিত ব্যক্তি বাংলাদেশের জাতির পিতা হতে পারেন না। গতকাল বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের ভৈরব হাজি আসমত কলেজ মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মামুনুল হক এসব কথা বলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামুনুল হক আরো বলেন, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, তার চেয়েও কঠিন স্বাধীনতা রক্ষা করে বিজয়ের সুফল ভোগ করা। শেখ হাসিনা ও তাঁর দোসররা বিদেশের মাটিতে আরাম-আয়েশে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন। বিএনপি, ইসলামী ঐক্যজোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, এলডিপি, এনবিপি, এবি পার্টিসহ সব রাজনৈতিক দলের উদ্দেশে মামুনুল হক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের পারস্পরিক প্রতিযোগিতার সময় এখনো অনেক বাকি আছে। এখনো আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরস্পরের বিরুদ্ধে সব ধরনের প্রতিযোগিতামূলক কার্যক্রম বন্ধ করে ঐক্য ও সংহতিকে মজবুত করতে হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আদালত চত্বরে যেসব আইনজীবী শেখ হাসিনাকে ফের ক্ষমতায় ফেরাতে স্লোগান দিয়েছেন, তাঁদের চিহ্নিত করে আইনের কাঠগড়ায়, না হয় জনতার আদালতে বিচারের মুখোমুখি করার দাবি জানান মামুনুল। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করে শেখ হাসিনাকে ধরে এনে মীর মুগ্ধ, আবু সাঈদের হত্যার বিচার করতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব-১ জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব-২ আব্দুল আজিজ। এ ছাড়া খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল আমীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন। সমাবেশে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার নেতারা অংশ নেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>