<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীরপ্রতীক ফারুক-ই-আজম বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিবর্তিত প্রেক্ষাপটে বহু বিষয় আছে, এ ক্ষেত্রে আমাদের (সরকার) বিব্রতকর পরিস্থিতিতে ফেলার মতো হীন প্রচেষ্টা চলছে। অনেকে দেশের পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে। এমন কোনো পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে জন্য আমি চার দিন ধরে চট্টগ্রামে অবস্থান করছি। সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা ক্ষমতায় থাকতে আসিনি, পরিবর্তন করে দিতে এসেছি। আমরা পরিবর্তন করতে না পারলে এ দেশে আর পরিবর্তন আসবে না। এটাই শেষ সুযোগ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন উপদেষ্টা। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপদেষ্টাকে ৬৩ লাখ ৯০ হাজার টাকা দেয় খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। অনুদান প্রদান অনুষ্ঠানে উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফারুক-ই-আজম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের পক্ষে, ব্যক্তির পক্ষে, কিংবা সরকারের পক্ষে এটা করে দেবেন, ওটা করে দেবেন নয়; যেটা হচ্ছে না সেটা আপনারা নিজেরাই করে নেবেন। যা হওয়া উচিত ছিল, তা তো অতীতে হয়নি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>