<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরাজগঞ্জ শহরের এক দোকান কর্মচারী হত্যা মামলার রায়ে চার আসামিকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়, অনাদায়ে আরো এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বুধবার সিরাজগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ আসামিদের অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ শহরের মাহমুদপুরের ইসমাইল সেখ ওরফে রাসেল, একই এলাকার রবিন সেখ, নাহিদ সেখ ও আব্দুল মোমিন। জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মনোয়ারুল ইসলাম জানান, ২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জ শহরের এস এস রোডের আলাউদ্দিন স্টোরের কর্মচারী ও কান্দাপাড়ার শামসুল হকের ছেলে শামীম হোসেন (২৩) উল্লাপাড়ায় দোকানের মালপত্র পাইকারি দরে বিক্রি করতে গিয়ে নিখোঁজ হন। এরপর ২৬ জুন রাতে উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণপাড়ায় একটি ক্ষেতের মধ্যে থেকে শামীমের লাশ উদ্ধার করে পুলিশ।</span></span></span></span></p>