<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেটে পুলিশের অভিযানে ট্রাকবোঝাই ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এসব চোরাই চিনির বাজারমূল্য আনুমানিক ১৭ লাখ ৪৬ হাজার টাকা। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার শাহপরান থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকভর্তি চিনি রেখে চালকসহ দুজন পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকে তল্লাশি চালিয়ে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় ২৯৭ কেজি ভারতীয় চিনি জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৪৬ হাজার ৩৬০ টাকা। এসব তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় একটি মামলা হয়েছে।</span></span></span></span></p>