<p>মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক্স হ্যান্ডেলে করা পোস্ট মুক্তিযোদ্ধাদের আহত করবে মন্তব্য করে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা বেঁচে আছেন, আমি মনে করি তারা আহত হবেন।’ </p> <p>নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে বলেন, ‘উনায় কথায় নির্বাচন কবে হবে-সেটাই তো শুধু নয়, কিভাবে হবে, কি সংস্কারের পর হবে সেগুলো আছে।’</p> <p>মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ মেরিন অ্যাকডেমি সিলেটের তৃতীয় ব্যাচের সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হাসিনা-রেহানার বিরুদ্ধে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতি অনুসন্ধানে দুদক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/17/1734428311-7f0590c81017986fc5a8ff156a7027b4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হাসিনা-রেহানার বিরুদ্ধে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতি অনুসন্ধানে দুদক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/17/1458424" target="_blank"> </a></div> </div> <p>বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রীর পোস্টের বিষয়ে জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এটা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। পররাষ্ট্র উপদেষ্টা উনি বলতে পারবেন।’ </p> <p>ব্যক্তিগতভাবে তিনি বিষয়টিকে কিভাবে দেখছেন প্রশ্নে ড. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি এখন তো ব্যক্তিগতভাবে কিছু দেখি না। ব্যক্তি পর্যায়ে যখন ছিলাম তখন বলতে পারতাম। ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছেন। বিশ্ববাসী জানে, আজকে ৫২ বছর হয়ে গেছে।’ </p> <p>তিনি বলেন, ‘এই ১৬ ডিসেম্বর এবং নয় মাসের যুদ্ধ বাংলাদেশের যুদ্ধ, আমি শুধু এটুকু মনে করি যেটা আমাদের যুদ্ধ, আমাদের প্রাণহানি হয়েছে, আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি হয়েছে এবং নয় মাস আমাদের দেশ একটা বড় ধরনের রক্তপাতের মধ্যে ছিল।’</p> <p>নরেন্দ্র মোদির মন্তব্য মুক্তিযোদ্ধাদের আহত করবে মন্তব্য করে তিনি এ সময় বলেন, ‘আমাদের যারা নিহত হয়েছেন, প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন-তাদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা বেঁচে আছেন-আমি মনে করি তারা আহত হবেন। কারণ আমাদের যুদ্ধ আমরা শুরু করেছিলাম, আমাদের যুদ্ধ আমরা শেষ করেছি।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যেকোনো সময় জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত ইসি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/17/1734428021-f13893412cbd17e0aa2fa73eec68993b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যেকোনো সময় জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত ইসি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/17/1458422" target="_blank"> </a></div> </div> <p>ভারতের সহযোগিতা নিয়ে সন্দেহ নেই জানিয়ে তিনি বলেন, ‘যুদ্ধে ভারতের সাহায্য, সহযোগিতা অবশ্যই ছিল, সন্দেহ নাই। আমরাও সেটা স্মরণ করি, বন্ধু রাষ্ট্র হিসেবে। এখন এটাকে তারা যদি অন্যভাবে দেখেন সেটা তাদের ব্যাপার। আমরা মনে করি-এ মুক্তিযুদ্ধ বিশ্বের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘটনা।’</p> <p>নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা উনার কথা বলেছেন, আমাদের সবার কথাই উনি বলেছেন। উনি যখন বলেন, আমাদের সবার কথাই উনি বলেন।’ </p> <p>তিনি আরো বলেন, ‘রাজনৈতিক দলের নিজস্ব চিন্তাভাবনা আছে। উনারা রাজনীতি করেন। উনাদের চিন্তাভাবনায় কখন কোনটা বলতে হয়, কি বলেন, কেন বলেন, সেটা সম্পূর্ণভাবেই উনারা জানেন। উনাদের মনের খবর আমি বলতে পারব না। রাজনীতি রাজনীতির জায়গায়।’</p> <p>নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য আপনি কিভাবে দেখেন প্রশ্নে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা যখন বলেছেন-নিশ্চয়ই সুনির্দিষ্ট একটা রোডম্যাপ হবে। সংস্কারগুলো হবে, আশা করি আমরা সেগুলো দেখব। তারপর উনি যখন এ কথা বলেছেন নিশ্চয়ই উনায় কথায়-নির্বাচন কবে হবে সেটা তো শুধু নয়, কিভাবে হবে, কি সংস্কারের পর হবে সেগুলো আছে। সেগুলো আপনারা সময়মত জানতে পারবেন।’</p> <p>এর আগে অনুষ্ঠান স্থলে আসার পর অনুষ্ঠানের প্রধান অতিথি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার  জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন প্যারেড পরিদর্শন করেন। প্যারেডে অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ মেরিন অ্যাকডেমি সিলেটের কামান্ড্যান্ট মেরিন ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির।<br /> বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি সিলেটে বর্তমানে ১০৪ জন ক্যাডেট রয়েছেন। এর মধ্যে তৃতীয় ব্যাচে মঙ্গলবার ৪১ জন ক্যাডেট গ্র্যাজুয়েশন পেলেন।</p>