<p>চার বছর আগে বন্ধ হওয়া কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল ঢাকা ইপিজেডের লেনী ফ্যাশন এবং লেনী অ্যাপারেলস কারখানার সাড়ে সাত হাজার শ্রমিক এই বিক্ষোভে অংশ নেন। তারা আশুলিয়ার ঢাকা ইপিজেডের মূল ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।</p> <p>বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রায় পাঁচ বছর আগে করোনার দোহাই দিয়ে লেনী ফ্যাশন কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কিন্তু সে সময় পাওনা পরিশোধ করেনি তারা। তাই তিন মাসের বকেয়া বেতন ও আনলিভ সার্ভিস বেনিফিটের দাবিতে এই কর্মসূচি পালন করেন শ্রমিকরা। ‌</p> <p>কারখানার শ্রমিক জোহরা খাতুন বলেন, ‘আমাদের কম্পানির চারটি কারখানার মধ্যে একটি ৮৩ কোটি টাকায় বিক্রি হয়েছে। কথা ছিল কারখানা বিক্রি করে শ্রমিকের পাওনা পরিশোধ করা হবে। সাড়ে সাত হাজার শ্রমিকের পাওনা ৬১ কোটি টাকা হলেও এখনো তা পরিশোধ করা হচ্ছে না।’</p> <p>বেপজার নির্বাহী পরিচালক (জনসংযোগ) আনোয়ার পারভেজ বলেন, লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস একই মালিকের প্রতিষ্ঠান। শ্রমিকদের বকেয়া পরিশোধের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।</p>