<p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধের প্রতিবাদে গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে দীর্ঘ চার ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন সংশ্লিষ্ট মালিক-শ্রমিকরা। সকাল ১০টা থেকে এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এ সময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে তীব্র যানজটে জনদুর্ভোগ দেখা দেয়। পরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমাধানের আশ্বাসে দুপুর সোয়া ২টায় ফিরে যান বিক্ষোভকারীরা। </span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ অথবা বিধি-নিষেধ আরোপে হাইকোর্টের আদেশে গতকাল এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এতে ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা আপাতত চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।</span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সরেজমিনে দেখা যায়, বিক্ষোভকারীরা সকাল ১০টা থেকে আগারগাঁও মোড়ে অবস্থান নেন। পরে তারা আগারগাঁও মোড় থেকে পরিকল্পনা কমিশন পর্যন্ত মূল সড়ক বন্ধ করে দেন। ইট, গাছের গুঁড়ি ও বাঁশ দিয়ে রাস্তা অবরোধ করেন। এ সময় তাদের অনেকে রাস্তায় শুয়ে বিক্ষোভ করেন। জরুরি সেবার গাড়ি বাদে অন্যান্য যানবাহন চালকদের তারা ইউটার্ন নিয়ে ফিরে যেতে অনুরোধ জানান, অন্যথায় ভাঙচুর করা হবে বলে হুমকি দেন। এ সময় একাধিক রিকশা ও সিএনজি অটোরিকশাচালকদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। বিক্ষোভ চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন। </span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সড়ক অবরোধের কারণে আগারগাঁও থেকে মিরপুর-১০, শ্যামলী, বিজয় সরণিসহ সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মিরপুর-১০ নম্বর চত্বর থেকে আগারগাঁওগামী যানবাহন ঘুরিয়ে দিতেও দেখা যায়। </span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিক্ষোভকারীদের একজন মো. ফয়সাল কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমরা রিকশা চালাইয়া পরিবারের খাবারের জোগাড় করি। রিকশা কিনতে গিয়া কেউ জমি বা বাড়ির গরু বেইচ্যা দিছে। আবার অনেকে ধার করছে। হুট কইরা আদালতের সিদ্ধান্তে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ করলে এসব পরিবারের মানুষ না খাইয়া মারা যাইব।</span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিক্ষোভকারী ইয়াসিন মোল্লা কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">একটা ব্যাটারি কিনতে ৩০ হাজার টাকা লাগে। পুলিশ ধরলে সেই ব্যাটারি নিয়া যায়। এইটা ছাড়াও সড়কে নানাভাবে আমরা পুলিশি হয়রানির শিকার। আমাগোর দাবি, পুলিশ য্যান আমাগোর হয়রানি না করে। আইনের মাধ্যমে আমরা রাজধানীর অলি-গলিতে ব্যাটারিচালিত রিকশা চালানোর অনুমতি চাই। মূল সড়কে কোনো রিকশা উঠলে জেল-জরিমানার বিধান রাখা যাইতে পারে।</span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রিকশাচালকদের সঙ্গে আলাপকালে তারা এসব দাবি উপস্থাপন করেন। ভবিষ্যতে তারা (রিকশাচালক) যেন সড়কে পুলিশি হয়রানির শিকার না হন, সে বিষয়ে আশ্বস্ত করেন উপস্থিত ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই সঙ্গে আদালতের প্রতি সম্মান দেখিয়ে এবং জনভোগান্তি লাঘবে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। পরে পুলিশের আশ্বাসে দুপুর সোয়া ২টায় সড়ক ছেড়ে ফিরে যান বিক্ষোভকারীরা। </span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ব্যাটারিচালিত রিকশাচালকদের ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, </span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আদালতের সিদ্ধান্ত না এলে আমি কোনো কথা বলতে পারব না। আপনারা বিকেল পর্যন্ত অপেক্ষা করেন। এরপর আমরা আবার আলোচনায় বসব।</span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span> </span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ব্যাটারিচালিত অটোরিকশা, অটোভ্যান, ইজি বাইকচালক ও ইউনিয়নের নেতাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, </span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আপনারা একটা লিয়াজোঁ কমিটি করেন। তাদের মাধ্যমে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আবার বসব।</span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span>  </span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এক মাসের স্থিতাবস্থা</span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ অথবা বিধি-নিষেধ আরোপে হাইকোর্টের আদেশে এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এই সময়ের মধ্যে হাইকোর্টকে এসংক্রান্ত রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া সরকারের আবেদনে শুনানির পর গতকাল চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। ফলে ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা আপাতত চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।</span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আদালতে সরকারের আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অনিক আর হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন, নূর মুহাম্মদ আজমী ও আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী। আদালতের অনুমতি পাওয়ার পর নাগরিকদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। </span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আদালতে সরকারের আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, </span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া-না দেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। আমরা চাই এই বাহনটির চলাচল আইন ও নীতিমালার মধ্যে আসুক। আমরা সে লক্ষ্যে কাজ করছি। ফলে হাইকোর্টের আদেশটি সংক্ষিপ্ত সময়ের জন্য স্থগিত করা হোক।</span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পরে আইনজীবী সানজীদ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, </span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত তিন মাস ধরে ঢাকার সড়কে যত্রতত্র ব্যটারিচালিত রিকশা চলছে। চলাচলকারী বেশির ভাগ রিকশার নিবন্ধন নেই, ফিটনেস নেই। এতে জনসাধারণের নিরাপদ সড়কের আকাঙ্ক্ষা ব্যাহত হচ্ছে। গত ১৯ নভেম্বর অটো রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী তার ক্যাম্পাসে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। কিন্তু আদালতের কনসার্ন ছিল, অটোরিকশাচালকদের জীবন-জীবিকা নিয়ে। লাখ লাখ মানুষ এই বাহন চালিয়ে জীবন-জীবিকা নির্বাহ করছেন। তাই আদালত হাইকোর্টের আদেশের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন। এ সময়ের মধ্যে রুল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে।</span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল তিন কার্যদিবসের মধ্যে বন্ধ করতে গত ১৯ নভেম্বর নির্দেশ দেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি), ঢাকার জেলা প্রশাসক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ট্রাফিক বিভাগের দুই যুগ্ম কমিশনারকে তিন কার্যদিবসের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়। এর পরই রাস্তায় নামেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।</span></span></span></span></p> <p> </p>