<p>এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ৩০০ হলো, যা এক বছরে ডেঙ্গু রোগে মৃত্যুর সংখ্যার দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ।</p> <p>গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরো ৩৮২ জন রোগী ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২৩ সালে ডেঙ্গুতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ২০২২ সালে ২৮১ জন ও ২০১৯ সালে ১৭৯ জন মারা যায়।</p> <p>মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরে ২১ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে মৃত্যু সবচেয়ে বেশি, যা মোট মৃত্যুর ৩৬ শতাংশ। ১০ বছরের কম বয়সী শিশুর মৃত্যুহার ১১ শতাংশ।</p> <p>নতুন রোগীদের নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২ হাজার ১৯৯ জন, যা এক বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার দিক থেকে চতুর্থ সর্বোচ্চ। ১৬ থেকে ৩০ বছর বয়সীরা আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি, যা মোট আক্রান্তের ৪৩ শতাংশ।</p> <p>এর আগে ২০২৩ সালে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন, ২০১৯ সালে এক লাখ এক হাজার ৩৫৪ জন এবং ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।</p> <p>এ বছর মোট ভর্তি রোগীর মধ্যে ৩৬ হাজার ২০৯ জন ঢাকার বাইরের। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি ২৫ হাজার ৯৯০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে তিন হাজার ৯৬১ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ৯৩৮ জন; আর দুই হাজার ২৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।</p> <p> </p>