<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ের স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে ইসকন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রাহ্মচারীসহ ১৯ জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরো ২০ জনকে আসামি করা হয়েছে। গত বুধবার গভীর রাতে ফিরোজ খান নামের এক ব্যক্তি কোতোয়ালি থানায় মামলাটি করেন। এ ঘটনায় দুই যুবককে সদরঘাট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ দাশ ব্রহ্মচারী, হিন্দু জাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক অজয় দত্ত। গ্রেপ্তার দুই যুবকের নাম হলো রাজেশ চৌধুরী (১৮) ও হৃদয় দাশ (২৫)।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে গোপন সংবাদের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট চট্টগ্রামের কোতোয়ালি থানার নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্টে স্তম্ভের ওপর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা বাংলাদেশের একটি জাতীয় পতাকা উত্তোলন করেন, যা এখনো সেখানে রয়েছে। গত ২৫ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের লালদিঘীর ময়দানে একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ মহাসমাবেশে যোগ দেন। ঘটনার দিন বিকেলে চিন্ময় কৃষ্ণ ব্রাহ্মচারীসহ ৯ জন আসামির ইন্ধনে বাকি আসামিরা জিরো পয়েন্টের স্তম্ভ ও আশপাশে বাংলাদেশের জাতীয় পতাকার ওপর ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করেন। এ নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। আসামিরা জাতীয় পতাকার ওপর তাঁদের ধর্মীয় পতাকা উত্তোলন করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অকার্যকর করার তথা রাষ্ট্রদ্রোহ কর্মে লিপ্ত হয়েছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে বুধবার রাতে ইসকন প্রবর্তক ধাম অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে চিন্ময়কৃষ্ণের একটি বিবৃতি প্রকাশিত হয়েছে। সেখানে তিনি মামলাটি সনাতনিদের আট দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ সহবস্থানকে বিনষ্ট করার চেষ্টা বলে উল্লেখ করেছেন। চিন্ময় কৃষ্ণ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৫ আগস্টের পর সনাতনিদের ওপর চালানো হামলা-নির্যাতনের প্রতিবাদে আমাদের আন্দোলন। এই আন্দোলন বর্তমান সরকার কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে নয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলা প্রত্যাহারে আলটিমেটাম : এদিকে মামলাটির প্রতিবাদে গতকাল চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ হয়েছে। নগরের চেরাগী পাহাড় মোড়ে সড়কে সমাবেশ থেকে আগামী সোমবারের মধ্যে মামলাটি প্রত্যাহারের আলটিমেটাম দেওয়া হয়েছে। মামলাটি প্রত্যাহার করা না হলে সারা দেশে বৃহৎ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া সমাবেশ থেকে আজ শুক্রবার ৬৪ জেলা শহরে একযোগে বিক্ষোভ সমাবেশ এবং আগামী রবিবার জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।</span></span></span></span></p>