<p style="text-align:justify">মা ইলিশ সংরক্ষণে সরকার নির্ধারিত ২২ দিনে অভিযান চালিয়ে ২৩ কোটি মিটার অবৈধ জাল, ২৬ হাজার কেজি মাছ এবং ৭১২ টি অবৈধভাবে ব্যবহৃত নৌযান জব্দ করেছে জব্দ করেছে নৌ-পুলিশ।</p> <p style="text-align:justify">এসব ঘটনায় ১৮৫ টি মামলা দায়ের ও ৮৪৫ টি মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি মা ইলিশ শিকারের জন্য ২ হাজার ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। </p> <p style="text-align:justify">সোমবার (৪ নভেম্বর) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার) সাথী রানী শর্মা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘মাইনাস টু’ নিয়ে রাজনীতিতে হঠাৎ আলোচনা কেন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730721418-75f65f236a823e153c5ef76c9d45441e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘মাইনাস টু’ নিয়ে রাজনীতিতে হঠাৎ আলোচনা কেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/04/1442677" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মাছ ইলিশের প্রধান প্রজনন মৌসুম সুরক্ষিত রাখতে গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা  করা হয়। সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে দেশব্যাপী নৌ পুলিশের সকল অঞ্চল এসব অভিযান পরিচালনা করে।</p> <p style="text-align:justify">অভিযান পরিচালনা প্রসঙ্গে নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি দেওয়ান  বলেন, ‘নৌ পুলিশ দেশের মৎস্য ও জলজ সম্পদ সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবারের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে নৌ পুলিশের স্ব স্ব অঞ্চলের অভিযানসহ নৌ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বিশেষ টিম অভিযানে অংশগ্রহণ করেছে। আশা করা যায়, বিগত বছরের তুলনায় এবার ইলিশ মাছের উৎপাদন বাড়বে এবং দেশের আমিষের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানীর মাধ্যমে অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখবে।’</p>