<p>আট সপ্তাহের বেশি সময় ধরে মজুরি পাচ্ছেন না চা শ্রমিকরা। বকেয়া মজুরির দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলনে তারা। সোমবার (৪ নভেম্বর) ফের মজুরির দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চা শ্রমিকরা। দাবি মানা না হলে কর্মবিরতিতে থাকার পাশাপাশি প্রতিদিন মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান তারা।</p> <p>সোমবার সকাল ১০টার দিকে সিলেটের ব্যস্ততম বিমানবন্দর সড়কের লাক্কাতুরা চা বাগান এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন চা শ্রমিকরা। এ সময় তারা বিক্ষোভ প্রদর্শন করেন। ন্যাশনাল টি কম্পানির লাক্কাতুরা, কেওয়াচড়া, দলদলি চা বাগানের কয়েক শ শ্রমিক এতে অংশ নেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বকেয়া মজুরির দাবিতে এবার নেমেছেন চা-বাগানের শ্রমিকরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730665295-bd319624859fe6e9010ee752c3dffc33.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বকেয়া মজুরির দাবিতে এবার নেমেছেন চা-বাগানের শ্রমিকরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/04/1442532" target="_blank"> </a></div> </div> <p>শ্রমিকরা জানান, ৮ সপ্তাহের বকেয়া মজুরি ও ১৩ মাসের প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) চাঁদা শ্রমিক তহবিলে জমা না দেওয়ার প্রতিবাদে গত ১৫ দিন ধরে কর্মবিরতিতে আছেন ন্যাশনাল টি কম্পানির কয়েক হাজার শ্রমিক। তাদের বকেয়া মজুরি পরিশোধের ব্যাপারে মালিকপক্ষ স্পষ্ট করে কিছু বলছে না। ব্যাংকে টাকা না থাকাসহ বিভিন্ন অজুহাতে মজুরি দিচ্ছেন না বাগান মালিক বা কম্পানিগুলো। তবে বাগানের ম্যানেজার বা অন্যান্যরা ঠিকই বেতন পাচ্ছেন। এছাড়া শ্রমিকদের কাছ থেকে প্রভিডেন্ট ফান্ডের চাঁদা আদায় করেও তা যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।</p> <p>কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে ন্যাশনাল টি কম্পানি (এনটিসি) মালিকানাধীন ১২টি কারখানা। ফাঁড়িসহ সে সংখ্যা ২২টি। যার ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে, নষ্ট হচ্ছে পাতা। যার প্রভাব পড়বে চায়ের লক্ষ্যমাত্রা অর্জনে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মালয়েশিয়া পাচার করা হচ্ছিল ১২ রোহিঙ্গাকে, আটক ৪" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730725053-8c4831f8f0fee7a94ec043228c2db329.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মালয়েশিয়া পাচার করা হচ্ছিল ১২ রোহিঙ্গাকে, আটক ৪</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/04/1442701" target="_blank"> </a></div> </div> <p>এ ব্যাপারে ন্যাশনাল টি কম্পানির জেনারেল ম্যানেজার এমদাদুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।</p>