<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খাগড়াছড়ির দীঘিনালায় নবীন সেনাসদস্যদের মৌলিক প্রশিক্ষণ শেষে শপথগ্রহণ ও সেনাবাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালে নিয়োগ পাওয়া নবীন সেনাসদস্যদের নিয়ে গতকাল সোমবার সকালে দীঘিনালা সেনানিবাসের ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় নান্দনিক ও চৌকস কুচকাওয়াজের মাধ্যমে পদাতিক রেজিমেন্টের সদস্য হিসেবে যুক্ত হন নবীন সেনারা। আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।</span></span></span></span></span></p>