<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের কাঁচাবাজারেও আজ শুক্রবার থেকে নিষিদ্ধ হচ্ছে পলিথিন ও পলিপ্রপাইলিনের তৈরি ব্যাগের ব্যবহার। একই সঙ্গে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি বছরের ২৪ সেপ্টেম্বর এক মতবিনিময়সভায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গত ১ অক্টোবর থেকে সুপারশপে নিষিদ্ধ হয় পলিথিন। দেশের সুপারশপগুলোতে পলিথিনের বদলে ব্যবহার করা হয় পাটের ব্যাগ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে পলিথিন নিয়ে খোলাবাজারে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর বিভিন্ন এলাকার কাঁচাবাজারে অবাধে চলছে পলিথিনের ব্যবহার। ব্যবসায়ীদের অনেকেই শুক্রবার থেকে পলিথিন বন্ধের বিষয়ে জানেন না। তাঁরা বলছেন, পলিথিনের বিকল্প এখনো তাঁরা পাননি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, দেশে সর্বপ্রথম পলিথিন নিষিদ্ধ হয় ২০০২ সালে। তবে এর পর থেকে আইনের প্রয়োগ না হলেও ২২ বছর পর দেশের বাজারে পলিথিন বন্ধের পদক্ষেপ নেওয়া হয়েছে।</span></span></span></span></p>