<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অচিরেই একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করুন। যে নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটের অধিকার ফিরে পাবে। জনগণ তাদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচিত করবে। তখন একটা সংসদ হবে, সেই সংসদে সিদ্ধান্ত হবে রাষ্ট্রপতি কে হবেন। সংবিধানের কী হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ৭ নভেম্বর </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আবার সরকারি ছুটি ঘোষণার দাবিতে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে ফারুক এসব কথা বলেন। বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে কর্মসূচিটি পালিত হয়। জয়নুল আবদিন ফারুক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা জোর করে কোনো প্রতিনিধি হতে চাই না। একটা সুষ্ঠু নির্বাচন চাই। যে নির্বাচনে জনগণ যার ভোট সে নিজে দেবে। নিজের পছন্দমতো প্রার্থীকে বিজয়ী করবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ, কৃষক দলের সহসভাপতি ভিপি ইব্রাহিম, সহসাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর প্রমুখ।</span></span></span></span></p>