<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শহীদুজ্জামান বেল্টু</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহিদুজ্জামান বেল্টু (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত  সোমবার রাতে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল সকাল ১১টায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল মাঠে প্রথম ও দুপুর ২টায় কালীগঞ্জ সরকারি ভূষণ স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাবেক এমপি নাসের শাহরিয়ার জাহেদী মহুল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ অংশ নেন। পরে মরদেহ গ্রামের বাড়ি কালীগঞ্জের হাসনহাটিতে নেওয়া হয়। সেখানে আরেক দফা জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঝিনাইদহ প্রতিনিধি</span></span></span></span></p>