<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গুদামে অভিযান চালিয়ে দুই হাজার ৫০০ কেজি (আড়াই টন) ভারতীয় অবৈধ চিনি জব্দ করেছে পুলিশ ও সেনাবাহিনী। গত সোমবার জব্দকৃত ওই চিনির মূল্য আনুমানিক দুই লাখ ৫০ হাজার টাকা। জেলায় দায়িত্বরত সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৭টার দিকে উপজেলার জারিয়া বাজারের আব্দুল মজিদের গুদামে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। এ সময় গুদামে চোরাইপথে আনা আড়াই টন ভারতীয় চিনি মজুদ পাওয়া যায়। পরে ওই চিনি উপজেলার নাটেরকোনা গ্রামের মৃত আফসর আলীর ছেলে মো. স্বপনের বলে জানান গুদামের মালিক। জব্দকৃত চিনি পূর্বধলা থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পূর্বধলা থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।</span></span></span></span></p> <p> </p>