<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৮১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শাহবাগ থানার মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। নজরুল ইসলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তাঁর উপস্থিতিতে জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০২২ সালে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। মামলার আসামিরা হলেন সাবেক পরিচালক শাহরিয়ার খালেদ, তানভীরুল হক, নূর মোহাম্মদ ডিকন ও একরামুল আমিন, সাবেক এমডি আলী হোসেন ও আলমগীর কবির</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, সাবেক ডিএমডি হেমায়েত উল্লাহ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ আবদুর রাজ্জাক, সাবেক সিনিয়র নির্বাহী সহসভাপতি কামাল হোসেন হাওলাদার, যুগ্ম নির্বাহী সহসভাপতি ও প্রথম সহকারী সহসভাপতি মোহাম্মদ মকবুল এলাহী।</span></span></span></span></span></p>