<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিল্পাঞ্চল আশুলিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করে কারখানায় ভাঙচুর, লুটপাট, কর্মকর্তা-কর্মচারীদের মারধরসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ১৩৯ জন শ্রমিকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় এক হাজার জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে ক্ষতিগ্রস্ত দুই কারখানা কর্তৃপক্ষ। গতকাল রবিবার সকালে থানায় হাজির হয়ে মামলা দুটি করেছেন আশুলিয়ার কাঠগড়া আমতলা এলাকায় অবস্থিত ছেইন অ্যাপারেলস লিমিটেড কারখানার সহকারী ম্যানেজার (অ্যাডমিন) সুজাত মল্লিক এবং দুর্গাপুর মণ্ডলবাড়ি এলাকায় অবস্থিত ফিউচার ক্লোদিং লিমিটেড কারখানার ম্যানেজার (এইচআর অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স) এনামুল হক।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর মধ্যে ছেইন অ্যাপারেলস লিমিটেড কারখানার সহকারী ম্যানেজার (অ্যাডমিন) সুজাত মল্লিক বাদী হয়ে করা মামলায় উল্লেখ করেছেন, গত রবিবার ১১৬ শ্রমিক অজ্ঞাতনামা ৮০০/৯০০ সহযোগী নিয়ে উৎপাদনকাজে বাধা প্রদান করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং কারখানা ভবনের সব কাচ, চারটি সিসি ক্যামেরা, দরজা, শোকেস, ক্রোকারিজ মালপত্র, কম্পিউটার ও একটি মাইক্রোবাস ভাঙচুর করেন। কিছু সামগ্রী লুটও করা হয়। এ সময় নিরাপত্তা সুপারভাইজার লিমন মিয়া (২৪), সহকারী সিকিউরিটি সুপারভাইজার জাহিদ হাসান (২০), সাইফুল ইসলাম (২২) মারধরের শিকার হন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে ফিউচার  ক্লোদিং লিমিটেড কারখানার ম্যানেজার এনামুল হক বাদী হয়ে করা মামলায় উল্লেখ করেছেন, গত ১০ সেপ্টেম্বর অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জন লোক অযৌক্তিক দাবিদাওয়া আদায়ের জন্য কারখানার কর্মকর্তা-কর্মচারীদের বেআইনিভাবে কারখানার ভেতর আটকে রেখে কাজ বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, শিল্প খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।</span></span></span></span></span></p>