<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মৃত্যুর পাঁচ শতাব্দীর বেশি সময় পর ক্রিস্টোফার কলম্বাসের ব্যাপারে নতুন তথ্য জানা গেল। বিজ্ঞানীরা নতুন এক গবেষণায় কলম্বাসের ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছেন, তিনি স্পেন থেকে আমেরিকায় গিয়েছিলেন। স্পেনের রাজার সমর্থনেই তিনি অভিযাত্রী হিসেবে বের হয়ে ১৪৯২ সালে আমেরিকা পৌঁছেছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যদিও মূলধারার ইতিহাসে তাঁকে ইতালির অধিবাসী হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে কলম্বাস কোথাকার অধিবাসী তা নিয়ে ধোঁয়াশার কারণে অনেক দেশ ও অঞ্চল তাঁকে নিজেদের লোক হিসেবে দাবি করে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত দুই দশকের বেশি সময় ধরে গবেষণার পর বিজ্ঞানীরা বলছেন, কলম্বাসের জন্মস্থানের সপক্ষে তাঁদের কাছে অনেক প্রমাণ রয়েছে। ২০০৩ সালে গ্রানাডা ইউনিভার্সিটির ফরেনসিক মেডিসিনের অধ্যাপক হোসে আন্তোনিও লোরেন্তে এবং ইতিহাসবিদ মার্শিয়াল কাস্ত্রো সেভিল ক্যাথেড্রাল থেকে কলম্বাসের দেহাবশেষের নমুনা সংগ্রহ করেছিলেন। কলম্বাসের ছেলে হার্নান্দো এবং ভাই দিয়েগোর মেরুদণ্ড থেকেও নমুনা সংগ্রহ করেছিলেন তাঁরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর পর থেকে তাঁরা কলম্বাসের জন্মস্থানের রহস্য উন্মোচনের জন্য ডিএনএ নিয়ে গবেষণা করতে থাকেন। প্রযুক্তির সাহায্যে নিশ্চিত হওয়া গেছে, কলম্বাস স্পেনেই জন্মগ্রহণ করেছেন। গত শনিবার স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশন আরটিভিইতে ডকুমেন্টারি আকারে বিষয়টি প্রকাশও করেছেন বিজ্ঞানীরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযাত্রী কলম্বাস ইহুদি ছিলেন এবং তিনি স্পেন থেকে এসেছিলেন বলে উঠে এসেছে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কলম্বাস ডিএনএ : হিজ ট্রু অরিজিন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রামাণ্যচিত্রে। স্পেনের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এবং নতুন বিশ্বে কলম্বাসের আগমনকে স্মরণ করতে প্রামাণ্যচিত্রটি প্রচারিত হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফরেনসিক বিশেষজ্ঞ মিগুয়েল লরেন্তের নেতৃত্বে করা গবেষণায় কলম্বাসের দেহাবশেষের ক্ষুদ্র নমুনা পরীক্ষা করেছেন গবেষকরা। গবেষণাদলটি সম্প্রতি ওই ডিএনএএর সঙ্গে কলম্বাসের পরিচিত আত্মীয় ও বংশধরদেরও তুলনা করে দেখেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনেকের দাবি, উত্তর-পশ্চিম ইতালির জেনোয়া থেকে এসেছিলেন কলম্বাস। তবে প্রচলিত এমন তত্ত্ব নিয়ে অনেক ঐতিহাসিক প্রশ্ন তুলেছেন। কলম্বাসকে নিয়ে দাবিগুলোর মধ্যে আছে, তিনি ছিলেন একজন স্পেনীয় ইহুদি, গ্রিক, বাস্ক বা পর্তুগিজ। অবশেষে জানা গেল, কলম্বাসের জন্মস্থান স্পেনে। সূত্র : বিবিসি</span></span></span></span></p>