<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হলেই শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, নিষেধাজ্ঞা এবং বিভিন্ন তথ্য-উপাত্তের নথি জব্দের আদেশ চাওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেছেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাসহ আসামিদের ফেরত আনতে প্রয়োজনে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার রাজধানীর নয়াপল্টনে নিজের চেম্বারে কয়েকজন সাংবাদিককে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন চিফ প্রসিকিউটর।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক সাংবাদিকের প্রশ্নে তাজুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিচারক নিয়োগ হওয়া মাত্রই ট্রাইব্যুনাল ফাংশনাল (কার্যকর) হবে। এরপর আমরা নেসেসারি (প্রয়োজনীয়) কিছু আদেশ চাইব। এই বিচার শুরুর আগে যেগুলো দরকার, যেমন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রেপ্তারি পরোয়ানা, আসামিদের বিদেশ যাওয়া বন্ধ করা, অনেক রকমের তথ্য-উপাত্ত সিজ (জব্দ) করার জন্য আদেশ লাগবে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করার ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাহায্য লাগবে। সে ব্যাপারে ট্রাইব্যুনালের পক্ষ থেকে তো আদেশ আসবে। কিন্তু আদেশ বাস্তবায়নের দায়িত্ব ট্রাইব্যুনালের নয়। সে দায়িত্ব রাষ্ট্র-সরকারকে নিতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেখ হাসিনাসহ আসামিদের ফিরিয়ে আনা সংক্রান্ত এক প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মূলত যাদের নির্দেশে এবং যাদের কারণে (ছাত্র-জনতার আন্দোলনে) এই গণহত্যা সংঘটিত হয়েছে, মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, যারা টপ কমান্ডার তাদের আমরা প্রায়োরিটি লিস্টের (অগ্রাধিকার তালিকার) আগে নিয়ে আসছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের কোনো অপরাধী বিশ্বের কোনো প্রান্তে থাকলে ইন্টারপোলের সঙ্গে আমাদের যে চুক্তি আছে, সেটির কারণে বাংলাদেশ কিন্তু এখান থেকে রেড নোটিশ পাঠাতে পারে। সেই রেড নোটিশ পাঠানোর মাধ্যমে অনেককেই ফেরত আনতে পারব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোটা সংস্কারের পর সরকার পতনের এক দফা আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতারও পালানোর খবর আসে দেশি-বিদেশি গণমাধ্যমে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারের পতনের পর ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত ৩৪টি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থায়। এ ছাড়া গুম, খুন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগও দায়ের হয়েছে ট্রাইব্যুনালে।</span></span></span></span></p>