পথে-প্রান্তরে
শালবনে আজব গাছের খোঁজ
প্রাকৃতিক নিয়মে শালবীজ পড়ে বন তৈরি হওয়ার কারণেই দিনাজপুরের কালিয়াগঞ্জে বনটিকে প্রাকৃতিক শালবন বলা হয়ে থাকে। বনটি প্রায় দুই হাজার ৮৬৭ একর এলাকাজুড়ে। বনের মধ্যে শাল ছাড়াও রয়েছে আমলকী, সর্পগন্ধা, বহেড়া, হরীতকী, চিরতাসহ নানা ধরনের ঔষধি গাছ
সালেক খোকন
সম্পর্কিত খবর