<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে আশরাফুল ইসলাম হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা তারেক আফজাল সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে মিরপুর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশরাফুল ইসলাম হত্যার ঘটনায় ২২ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় একটি মামলা হয়। মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট রাজধানীর মিরপুর-২ এলাকায় আশরাফুল ইসলাম বৈষম্যবিরোধী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ছাত্র-জনতার মিছিলে যোগ দেন। আন্দোলনরত ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নির্বিচারে গুলিবর্ষণ করে। এ সময় আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>