<p>চাঁদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন যুবদল নেতা ও ব্যবসায়ী সুজন হাজী। নিহত সুজন হাজী ওরফে সুজা হাজী চাঁদপুর সদর উপজেলার মাহামায়া এলাকার পূর্ব লোধেরগাঁও গ্রামের খোরশেদ হাজীর ছেলে। দুই সন্তানের বাবা তিনি। </p> <p>রবিবার (১৩ অক্টোবর) বিকেলে ঘটনাটি ঘটে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা বাজারের গোগরা নামক স্থানে এমন দুর্ঘটনা ঘটে।</p> <p>প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সুজন হাজী (৩৫) নিজেই মোটরসাইকেল ড্রাইভ করছিলেন। এই ঘটনায় অপর মোটরসাইকেলের দুই আরোহীর অবস্থাও আশঙ্কাজনক। দুর্ঘটনায় দুটি মোটরসাইকেলই দুমড়ে-মুচড়ে যায়।</p> <p>দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী আবু সাঈদ ও স্থানীয় সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন  জানান, ৩-৪টি মোটরসাইকেল নিয়ে একদল যুবক প্রচণ্ড গতি নিয়ে ওই স্থান অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বিকট শব্দ হয়ে দুটি মোটরসাইকেল সড়কে ছিটকে পড়ে।</p> <p>এ সময় সুজন নামের একজনকে আমরা মৃত অবস্থায় দেখতে পাই। আহত অপর দুজনকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আহত এ দুজনের বাড়ি হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামে বলে জানা গেছে।</p> <p>নিহতের চাচা হাসান জানান, দুই সন্তানের বাবা সুজন একজন সুপারী ব্যবসায়ী। তাছাড়া চাঁদপুর সদরের শাহ মাহমুদপুর ইউনিয়ন যুবদল নেতা। তিনি আরো জানান, পাশের মহামায়া বাজার থেকে সুপারি কাটার কাঁচিকে সান দেওয়ার জন্য হাজীগঞ্জে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। </p> <p>হাজীগঞ্জ থানার (ওসি) অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়না তদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় এ ছাড়া দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেল থানায় নিয়ে আসা হয়েছে। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।</p> <p>এদিকে, যুবদল নেতা সুজন হাজী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এসময় ছুটে যান স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।</p> <p>অন্যদিকে, সন্ধ্যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট থানায় কোনো মামলা হয়নি।</p>