<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মালয়েশিয়া যেতে না পারা ১৭ হাজার কর্মীর টাকা ফেরত দেওয়ার দায় নেবে না বায়রা। এই দায় সিন্ডিকেটের ১০০ এজেন্সির। গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বায়রার নেতারা। এ সময় তাঁরা মানুষের লুট হওয়া অর্থ ও পাচার করা অর্থ ফেরত আনাসহ এই সিন্ডিকেটের হোতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজ উল ইসলাম। এ সময় তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মালয়েশিয়ার সেই সিন্ডিকেট বায়রা আবারও দখলের চেষ্টা করছে। গত ১২ অক্টোবর ইসি কমিটির মিটিং চলাকালে আচমকাই হামলা চালায় স্বৈরশাসকের দোসর মালয়েশিয়ান সিন্ডিকেট। এই হামলায় আমাদের নেতাকর্মীসহ সাধারণ সদস্যরা আহত হন। তাই অভিবাসন খাতকে ঢেলে সাজাতে হলে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে হবে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রিয়াজ উল ইসলাম আরো বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সিন্ডিকেটের হোতা হলেন রুহুল আমিন স্বপন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, নিজাম হাজারী, বেনজীর আহমেদ, মহিউদ্দিন মহি ও কাজী মফিজুর রহমান। তাঁদের বিরুদ্ধে টাকা পাচার ও ব্যাপক অনিয়মের তথ্য রয়েছে। তাঁদের সিন্ডিকেটের কারণে বাংলাদেশের শ্রমবাজার আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তাঁদের সিন্ডিকেট ও দুর্নীতির কারণে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো বন্ধ রয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিন্ডিকেটের কারণে এই খাত চরমভাবে কলঙ্কিত হয়েছে জানিয়ে রিয়াজ উল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা আহরণের খাত হলো বৈদেশিক কর্মসংস্থান খাত। এই খাত থেকে প্রতিবছর ২২ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। বিগত স্বৈরশাসকদের প্রেতাত্মাদের সিন্ডিকেটের কারণে এই খাত চরমভাবে কলঙ্কিত। তাঁদের কারণেই মালয়েশিয়া শ্রমবাজার বারবার বন্ধ হচ্ছে। রক্ত দিয়ে হলেও বায়রাকে সিন্ডিকেটমুক্ত করা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></p> <p style="text-align:left"> </p>