<p>কিশোরগঞ্জের ভৈরবে একই গ্রামের বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের দুই বংশের আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষে বুকে টেঁটা বিদ্ধ হয়ে নিহত যুবকের নাম মো. ইকবাল মিয়া (৩৫)। জানা গেছে, ৫৬ বছর ধরে চলছে ভৈরবে সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামের সরকারবাড়ি ও কর্তাবাড়ির দ্বন্দ্ব। তাদের দ্বন্দ্বে ইকবাল মিয়াসহ দুই পক্ষে খুন হয়েছে এ পর্যন্ত ১৪ জন। গত ১৬ জুনের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে সংঘর্ষে কর্তাবাড়ির নাদিম মারা যান ১৯ জুন। এই ঘটনার মামলায় গত ১৩ আগস্ট সরকারবাড়ির লোকজন জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরতেই শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। এ বিষয়ে সরকারবাড়ির পক্ষে হাজি আনোয়ারুল হক বলেন, ‘পূর্বশত্রুতার জেরে কর্তাবাড়ির লোকজন আমাদের বাড়ির লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। কর্তাবাড়ির লোকজনের টেঁটার আঘাতে আমাদের বাড়ির ইকবাল নিহত হয়।’ এ বিষয়ে কর্তাবাড়ি পক্ষের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা তোফাজ্জল হোসেন বলেন, ‘পূর্বশত্রুতা চলছে বহু বছর যাবৎ। আমি অতিষ্ঠ হয়ে ভৈরব শহরে দীর্ঘদিন যাবৎ বসবাস করছি।’ এ বিষয়ে ভৈরব থানার (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ‘আজকে দুই বংশের সংঘর্ষে একজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’</p> <p> </p> <p> </p>