<p style="text-align:justify">তথ্যের অবাধ প্রবাহের যুগে ভুল তথ্য শনাক্ত ও প্রতিরোধ একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সংবাদ প্রচারের ক্ষেত্রে ভুল তথ্য শনাক্ত ও সূত্র যাচাইয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়ছেন গণমাধ্যমকর্মীরা। এমন বাস্তবতাকে সামনে রেখে ভুল তথ্য, কুতথ্য ও অপতথ্য প্রতিরোধ এবং তথ্যের সূত্র যাচাইয়ে দৈনিক কালের কণ্ঠে ‘ফ্যাক্ট-চেকিং অ্যান্ড সোর্স ভেরিফিকেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। </p> <p style="text-align:justify">গুগল নিউজ ইনিশিয়েটিভ এবং এশিয়ান আমেরিকান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এএজেএ) যৌথ উদ্যোগে কর্মশালাটি পরিচালনা করেন আন্তর্জাতিক সংবাদ এজেন্সি এএফপি, বাংলাদেশের ফ্যাক্ট চেক এডিটর কদরুদ্দীন শিশির। কর্মশালায় অংশ নেন দৈনিক কালের কণ্ঠের ৩৫ জন সাংবাদিক। </p> <p style="text-align:justify"><img alt="কালের কণ্ঠ" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/11/23/my1205/2.jpg" width="1000" /></p> <p style="text-align:justify">দিনব্যাপী এই কর্মশালায় তিনি সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা নির্ণয় বা ফ্যাক্ট চেকিংয়ের বিষয়ে বিভিন্ন পদ্ধতি, উপায় ও সতর্কতার বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন। </p> <p style="text-align:justify">এ ছাড়াও বাংলাদেশে ভুল তথ্য ছড়িয়ে পড়ার ক্ষেত্রে ভুল সোর্স, একটিমাত্র সোর্সকে ভরসা করা, সংবাদের ভুল ব্যাখ্যা বা অনুবাদ, প্ররোচনামূলক ভুল সংবাদের পাশাপাশি যেসব বিষয়ের সংবাদে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয় এবং অপ/ভুয়া তথ্য মোকাবেলায় করণীয়র বিষয় আলোচনায় আসে।  </p> <p style="text-align:justify">এ বিষয়ে দৈনিক কালের কণ্ঠ অনলাইনের ইনচার্জ সাকিব সিকান্দার বলেন, বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গণমাধ্যমকর্মীদের ডিজিটাল স্কিলের কোনো বিকল্প নেই। বিশেষ করে ভুল বা অপতথ্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা বৃদ্ধিতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।</p>