<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। এই পদে ডিএমটিসিএলের অতিরিক্ত প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আব্দুর রউফকে (চলতি) দায়িত্ব দেওয়া হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপন ও অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপন এবং অফিস আদেশে স্বাক্ষর করেছেন সহকারী সচিব শরন কুমার বড়ুয়া।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১৪ সালের ৩ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব হন এম এ এন ছিদ্দিক। ২০১৭ সালের ১১ অক্টোবর অবসরে যান তিনি। পরে তাঁকে ডিএমটিসিএলের এমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। সরকারি মালিকানাধীন ডিএমটিসিএলের এমডি হিসেবে গত ২৬ অক্টোবর যোগ দেন তিনি।</span></span></span></span></p>