<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেখ হাসিনার পদত্যাগের খবরে আনন্দ মিছিল করার সময় গুলিবিদ্ধ হয়ে চোখ হারাতে বসেছেন যুবদল নেতা ইমরান হোসেন। ৫ আগস্ট বিকেলে ঝিনাইদহ শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। ইমরান হোসেন ঝিনাইদহ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি শহরের আরাপপুর এলাকার আইয়ুব হোসেনের ছেলে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পারিবারিক সূত্রে জানা যায়, ৫ আগস্ট বিকেলে আনন্দ মিছিলে অংশ নেন ইমরান। মিছিলটি স্টেডিয়ামপাড়া এলাকায় পৌঁছলে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরন তাঁর বাড়ির ছাদ থেকে গুলি করে। সে সময় গুলিতে মারাত্মকভাবে আহত হন ইমরান। তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয় ইমরানকে। সেখানে অপারেশনের পর চোখ থেকে কয়েকটি গুলি বের করা হয়। তবে এখনো কিছু গুলি চোখের ভেতরে থাকতে পারে বলে চিকিৎসকরা ধারণা করছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গুলিবিদ্ধ ইমরান হোসেন জানান, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাঁর চোখ ও মাথায় ২০ থেকে ২৫টি ছররা গুলি লেগেছিল। এখন চোখে খুব যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণায় রাতে ঘুমাতে পারি না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মেজবাউল আলম জানিয়েছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইমরানের চোখে ও মাথায় এখনো কিছু বুলেট রয়েছে। যত দ্রুত সম্ভব দেশের বাইরে নিয়ে তাঁকে উন্নতমানের হাসপাতালে চিকিৎসা করাতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>