<p>পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামীকাল রবিবার ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। কালকের বিক্ষোভ দমনে ব্যাপক তোড়জোড় শুরু করেছে পাকিস্তান সরকার। ইসলামাবাদ শহর পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনাও নিয়েছে কর্তৃপক্ষ।</p> <p>পিটিআই তাদের নেতাকর্মীদের পুরোপুরি প্রস্তুতি নিতে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করছে। সরকার ও পিটিআইয়ের মুখোমুখি অবস্থান নিয়ে এরই মধ্যে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে দেশটির আদিয়ালা কারাগার থেকে এক বিবৃতিতে ইমরান খান বলেছেন, ইসলামাবাদে যে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে তা স্থগিত করা হবে না। কারণ, এখন পর্যন্ত তার মুক্তির ব্যাপারে স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। কোনো কিছুতেই রবিবারের বিক্ষোভ থামবে না।</p> <p>ইমরান খান বলেন, ‘আমার দলের নেতাদের মাধ্যমে সমাবেশ বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে নেতাদের মুক্তির বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না। ইসলামাবাদ হাইকোর্ট জামিন দিলেও সরকার আমার মুক্তির ব্যবস্থা করছে না। এ ক্ষেত্রে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে।’</p> <p>তিনি আরো বলেন, ‘কর্তৃপক্ষ আমার বন্দিদশাকে দীর্ঘায়িত এবং বিক্ষোভ সমাবেশ বন্ধ করতে চায়। এখন আর আমাদের বিক্ষোভ ছাড়া কোনো উপায় নেই। সরকারের আন্তরিকতার ঘাটতি থাকলেও আলোচনার দরজা খোলা থাকবে বলেও উল্লেখ করেছেন ইমরান খান।’</p> <p>এদিকে গতকাল ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ১৯০ মিলিয়ন পাউন্ডের মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন রাওয়ালপিন্ডির একটি বিশেষ আদালত। বিচারক বুশরাকে গ্রেপ্তার করে ২৬ নভেম্বর আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। বুশরার জামিনদারকেও কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।</p> <p>গত বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় বুশরা বিবি বলেছেন, কারাবন্দি স্বামী ইমরান খানের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভে ২৪ নভেম্বর যেন সাধারণ মানুষ যোগদান করে। পিটিআই সমর্থকদের ওই দিন ইসলামাবাদে জড়ো হওয়ার আহ্বান জানান তিনি।</p> <p>ওই বার্তায় তিনি আরো বলেন, ইমরান খান একটি বার্তা পাঠিয়েছেন। ২৪ নভেম্বরের বিক্ষোভে সবাইকে যোগ দিতে হবে। তারিখ কোনো অবস্থাতেই পরিবর্তন করা হবে না। পিটিআই প্রতিষ্ঠাতা সরাসরি ঘোষণা না দিলে প্রতিবাদের তারিখ পরিবর্তন করা যাবে না। সবাই প্রস্তুত হন।</p> <p>পাঞ্জাবে ১৪৪ ধারা জারি : পাঞ্জাব প্রদেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সব ধরনের জমায়েত, বিক্ষোভ, শোভাযাত্রা, মিছিল এবং অবস্থান ধর্মঘট তিন দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গতকাল শুক্রবার পাঞ্জাব সরকার জানিয়েছে, এই নিষেধাজ্ঞা আজ শনিবার থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত চলবে।</p> <p>পিটিআইয়ের ডাকা বিক্ষোভ কর্মসূচির কারণে জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে মন্ত্রিসভা কমিটির সুপারিশের ভিত্তিতে পাঞ্জাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ২৪ নভেম্বরের আন্দোলনে পিটিআই কর্মীদের উপস্থিতি ঠেকাতে পদক্ষেপটি নেওয়া হয়েছে।</p> <p>গত ফেব্রুয়ারির নির্বাচনে কথিত কারচুপি, দলীয় কর্মীদের আটক এবং বিতর্কিত ২৬তম সংবিধান সংশোধনীর বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের ডাক এসেছে ইমরানের নেতৃত্বে। আগামীকালের এই কর্মসূচিকে বাঁচা-মরার লড়াই হিসেবে দেখছে পিটিআই। সূত্র : জিও টিভি</p>