<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডেঙ্গুতে আক্রান্ত হয়ে  গত রবিবার সকাল ৮টা থেকে গতকাল  সোমবার সকাল ৮টা পর্যন্ত  ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে  চলতি বছরে এই রোগে  মৃত্যু হলো ৩২০ জনের। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে মারা গেছে ২১২ জন এবং তাদের ১৪৩ জনের মৃত্যু হয়েছে সরকারি পাঁচ হাসপাতালে; যা মোট মৃত্যুর ৪৪.৬৮ শতাংশ। এ ছাড়া ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে মারা গেছে ১০৮ জন।   </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকার সরকারি পাঁচ  হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১২ হাজার ৪৫৫ জন। সে হিসাবে এসব হাসপাতালে চিকিৎসা নেওয়া প্রতি ৮৭ জনে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে সর্বশেষ  ওই ২৪ ঘণ্টায়  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আরো এক হাজার ২৯৭ জন রোগী ভর্তি হয়েছে।   </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৬৫ হাজার ৭৬৮ জন। ভর্তি রোগীদের মধ্যে ৩৮ হাজার ৪৩৪ জন ঢাকার বাইরের। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৩৩৪ জন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে চার হাজার ১৪৩ জন। তাদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি দুই হাজার ২৫৯ এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ৮৮৪ জন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে আরো  জানা গেছে, ডেঙ্গুতে সবচেয়ে বেশি, ৬১ জনের মৃত্যু হয়েছে ২১ থেকে ৩০ বছর বয়সীদের, যা মোট মৃত্যুর ১৯ শতাংশ। এই বয়সীরা আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৩৭৩ জন, যা মোট আক্রান্তের ২৯.৪৫ শতাংশ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে বছরওয়ারি হিসাবে ২০২৩ সালে সর্বোচ্চ তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের। ২০২২ সালে হাসপাতালে ভর্তি হয় ৬২ হাজার ৩৮২ জন এবং মৃত্যু হয় ২৮১ জনের। ২০১৯ সালে হাসপাতালে ভর্তি ছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন এবং এদের মধ্যে মৃত্যু হয় ১৭৯ জনের।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি বছরে সবচেয়ে বেশি, ১৪৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে। এরপর ৫৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে। ঢাকার বাইরে সর্বোচ্চ ৩৮ জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে, এরপর ৩৩ জনের চট্টগ্রাম বিভাগে এবং ১৯ জনের খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। </span></span></span></span></p>