<p>কিংবদন্তি এই সংগীতশিল্পী রুনা লায়লা। গান গাইছেন ছয় দশকের বেশি সময় ধরে। কিংবদন্তি এই সংগীতশিল্পী কণ্ঠে তুলেছেন নানা সুর ও মেজাজের গান। এবার বাপ্পা মজুমদারের সুর-সংগীতে গাইবেন গজল। </p> <p>রবিবার রাতে ‘অনুভব’ শীর্ষক অ্যালবামটির আনুষ্ঠানিক ঘোষণা দেন বাপ্পা। এর সবগুলো গানই লিখেছেন গালিব হাসান। গানগুলোতে আরো কণ্ঠ দেবেন তানভীর আলম সজীব, টিনা রাসেল, ইউসুফ ও সোমনূর মনির কোনাল। </p> <p>বাপ্পা বলেন, ‘আমি চাই দেশের অসাধারণ শিল্পীরা এই প্রজেক্টে থাকুন। এর মধ্যে শ্রদ্ধেয় রুনা লায়লার সঙ্গে কথা হয়েছে। তিনি সম্মতি দিয়েছেন।’</p> <p>বাংলা-হিন্দি-উর্দু, ইংরেজিসহ ১৮ ভাষায় দশ হাজারের বেশি গান কণ্ঠে তুলেছেন সংগীত শিল্পী রুনা লায়লা। সুরের জাদুতে বশ করেছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানের শ্রোতাদের। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন রুনা। দেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন। ভারতে পেয়েছেন সায়গল পুরস্কার। পাকিস্তান থেকে তার ঝুলিতে এসেছে নিগার, ক্রিটিক্স, গ্র্যাজুয়েটস পুরস্কার।</p>