<p>ঢাকা থেকে ভাঙ্গা জংশন হয়ে নড়াইলের ওপর দিয়ে খুলনা পর্যন্ত নবনির্মিত রেললাইনে পরীক্ষামূলক ট্রেনটি ১০০ কিলোমিটার গতিতে চলেছে। আজ রবিবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ৩৩ মিনিটে পরীক্ষামূলক ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে ফরিদপুরের ভাঙ্গা জংশনে।</p> <p>ফরিদপুরের ভাঙ্গা থেকে আজ রবিবার সকাল ১০টা ৪০ মিনিটে ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ট্রেনটি চালুর সম্ভাবনা রয়েছে। </p> <p>ভাঙ্গা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকিব আকন্দ বলেন, ‘পরীক্ষামূলক ট্রেনটি ভাঙ্গা রেল জংশনে সকাল ১০টা ৩৩ মিনিটে প্রবেশ করে। এটি ১০টা ৪০ মিনিটে ভাঙ্গা জংশন ছেড়ে চলে যায়। পরীক্ষামূলক ট্রেনটি চালু হওয়ায় আমরা আনন্দিত। ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের পদ্মবিলা রেলওয়ে স্টেশন পর্যন্ত ১০০ কিলোমিটার গতিতে ট্রেনটি চলবে। পদ্মবিলা রেলওয়ে স্টেশন থেকে যশোরের সিঙ্গিয়া হয়ে খুলনা পর্যন্ত ৭৫ কিলোমিটার গতিতে ট্রেনটির চলার কথা রয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহারে অনীহা, অনির্দিষ্টকালের বাস ধর্মঘট" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/24/1732422751-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহারে অনীহা, অনির্দিষ্টকালের বাস ধর্মঘট</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/24/1450021" target="_blank"> </a></div> </div> <p>পরীক্ষামূলক ট্রেনে যাত্রী হিসেবে ছিলেন রেলপথ বিভাগের সচিব আ. বাকি, রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত হোসেন, রেলওয়ের পশ্চিম অঞ্চলের প্রধান কর্মকর্তাসহ বাংলাদেশ সেনাবাহিনী, চায়না রেলওয়ে কম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ কর্মকর্তারা।</p> <p>পরীক্ষামূলক ট্রেনটির লোকো মাস্টার মো. সাখাওয়াত হোসেন। নড়াইল জেলার মোল্লা আবুল হাসেমের ছেলে সাখাওয়াত হোসেন খুলনা রেলওয়েতে কর্মরত রয়েছেন। তিনি বলেন, ‘লাল সবুজ রঙের ১২টি বগি নিয়ে ঢাকা থেকে নড়াইল হয়ে খুলনা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেনটির এটি তৃতীয় ট্রায়েল। পরীক্ষামূলক ট্রেনটি চালনা করতে পেরে আমি খুবই আনন্দিত। বাণিজ্যিকভাবে চালু হলে এ ট্রেনে মাত্র সাড়ে তিন ঘণ্টায় খুলনা থেকে ঢাকা পর্যন্ত যাত্রীরা যেতে পারবেন।’</p> <p>পরীক্ষামূলক ট্রেনের সহকারী লোকো মাস্টার সাতক্ষীরা জেলার বাসিন্দা গোলাম রসুল বলেন, ‘পরীক্ষামূলক ট্রেনটি চালুর অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।’</p> <p>রাজবাড়ী রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর মো. শফিকুর রহমান বলেন, ‘পরীক্ষামূলক ট্রেনটির যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’</p>