<p>চোটের কারণে বার্সা উইঙ্গার লামিনে ইয়ামাল থাকছেন না মাঠে; এটা আগেই জানা ছিল। তাইতো আগের দিন কোচ ফ্লিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বার্সা স্কোয়াডের প্রতি, পারলে ইয়ামালকে ছাড়া জিতে দেখাও! কিন্তু জিততে পারেনি। ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে কাতালান ক্লাবটিকে। </p> <p>১৫ মিনিটে রাফিনিয়া ও ৬১ মিনিটে রবার্ট লেভানদোস্কির গোলে এগিয়ে থেকেও ৮৪ ও ৮৬ মিনিটে দুই গোল হজম করে জয়বঞ্চিত হয়েছে বার্সেলোনা। গতকাল রাতে সেল্তা ভিগোর মাঠে ২-২ গোলে ড্র করেছে হান্সি ফ্লিকের দল। </p> <p>সেল্তার বিপক্ষে শনিবার রাতে ১৫ মিনিটে জুলস কুন্দের এসিস্ট থেকে রাফিনিয়া বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোস্কি। ৮০ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে থেকে বার্সা যখন জয়ের পথেই ছুটছিল তখনই পরের ছয় মিনিটে হঠাৎ ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়। ৮২ মিনিটে সেল্তার মিডফিল্ডার ইলাইক্স মোরিবাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক কাসাদো। ১০ জনে পরিণত হওয়া বার্সার বিপক্ষে এরপর ৮৪ ও ৮৬ মিনিটে দুই গোল করে নাটকীয়ভাবে পয়েন্ট তুলে নেয় সেল্তা ভিগো।</p> <p>জুলস কুন্দের ভুল থেকে সেল্তার প্রথম গোলটি এনে দেন আলফনসো গঞ্জালেস। ২ মিনিট পরের গোলটি হুগো আলভারেজের।</p> <p>লামিনে ইয়ামালকে ছাড়া এই মৌসুমে বার্সা তিন ম্যাচ খেলতে নেমে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিতে ব্যর্থ হলো। দুই ম্যাচ হারের পর এই ম্যাচে ড্র করেছে হ্যান্সি ফ্লিকের দল। </p> <p>একই রাতে আলাভেসের বিপক্ষে ২-১ গোলে ঘুরে দাঁড়িয়ে জিতেছে আতলেতিকো মাদ্রিদ। ক্লাবটির কোচ হিসেবে এটা ছিল ডিয়েগো সিমিওনের ৭০০তম ম্যাচ।</p> <p>১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ১২ ম্যাচে ২৭ পয়েন্ট।</p>