<p>বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ান মিডিয়া জয়সওয়ালকে ‘নতুন রাজা’ হিসাবে ঘোষণা করেছিল। পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে মিডিয়ার সেই প্রশংসার মান রাখলেন ভারতীয় এই ওপেনার। </p> <p>এবার জয়সওয়ালের প্রশংসাই মেতেছেন অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ব্রেট লি ও অ্যাডাম গিলক্রিস্ট। তার ব্যাটিংয়ের প্রশংসা করে ধারাভাষ্য কক্ষে লি-গিলক্রিস্ট বলেছেন,  “ছক্কা এবং সেঞ্চুরি। একজন তরুণের জন্য চতুর্থ টেস্ট সেঞ্চুরি, যিনি বিশাল খ্যাতি নিয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। শুরু থেকেই কি সাবলীল খেলছেন। কতদূর যাবেন? তিনি মেধার চূড়ান্ত রূপ দেখালেন। কী অসাধারণ মুহূর্ত, যশস্বী জয়সওয়াল!”</p> <p>প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির ( ১৬১ রান) দেখা পেয়েছেন জয়সওয়াল। এই তরুণ তুর্কি অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেকেই সেঞ্চুরি করা তৃতীয় ভারতীয়। তার আগে অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেকে সেঞ্চুরি এমএল জয়সিমহা (ব্রিসবেন, ১৯৬৭-৬৮) ও সুনীল গাভাস্কার (ব্রিসবেন, ১৯৭৭-৭৮)। </p> <p>টেস্ট ক্যারিয়ারে ১৫ ম্যাচে ২৮ ইনিংসে জয়সওয়ালের সেঞ্চুরি এখন চারটি। সবকটিই আবার দেড়শো ছাড়ানো ইনিংস।  </p>