<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ শাড়ি, চাদর, থ্রিপিস এবং লেহেঙ্গা জব্দ করেছে নারায়ণগঞ্জ কোস্ট গার্ড। গতকাল শনিবার সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খন্দকার মুনিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ নভেম্বর রাতে ফতুল্লা শিবু মার্কেটসংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক ট্রাককে কোস্ট গার্ড থামার সংকেত দেয়। সেটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের আভিযানিক দল ট্রাকটিকে ধাওয়া করে ড্রাইভারসহ আটক করে।</span></span></span></span></p> <p> </p>