<p>টানা পাঁচ ম্যাচে হার ম্যানচেস্টার সিটির। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। অক্টোবরে ইএফএল কাপে টটেনহ্যামের কাছে হার দিয়ে যেখান থেকে শুরু হয়েছিল কাল রাতে, সেখানেই আবার শেষ হয়েছে সেই টটেনহ্যামের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে। এই হারে লিগে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে সিটির দূরত্ব বাড়ল পাঁচ পয়েন্টের।</p> <p>শনিবার (২৩ নভেম্বর) রাতে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে টটেনহ্যাম হটস্পারের হয়ে জেমস ম্যাডিসনের দুই গোল, পেদ্রোপোরো ও ব্রেনান জনসনের একটি করে মোট ৪ গোল করেন।</p> <p><img alt="১" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/11/24/my1198/ডা্পিডচবটপ.jpg" width="1000" /></p> <p>পতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় টটেনহ্যাম। ১৩তম মিনিটে ডেজান কুলুসেভস্কির ক্রস থেকে গোল করে এগিয়ে দেন জেমস ম্যাডিসন। ২০তম মিনিটে চিপ শটে সিটি গোলরক্ষক এডারসনকে পরাস্ত করে নিজের জোড়া পূর্ণ করেন তিনি। </p> <p>প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থাকা টটেনহ্যাম দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে পেড্রো পোরোর গোলে ব্যবধান ৩-০ করে। অতিরিক্ত সময়ে ব্রেনান জনসনের গোল সিটির ভক্তদের হতাশায় ডুবিয়ে ৪-০ গোলে ম্যাচের  চূড়ান্ত ফল নির্ধারণ করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইয়ামালকে ছাড়া জিতে দেখাতে পারেনি বার্সেলোনা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/24/1732423086-91fcd3c03bdfee13cf7df9745c93eb8e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইয়ামালকে ছাড়া জিতে দেখাতে পারেনি বার্সেলোনা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/24/1450022" target="_blank"> </a></div> </div> <p>দ্বিতীয়ার্ধে, ডমিনিক সোলাঙ্কের কাটব্যাক থেকে পেড্রো পোরো একটি দুর্দান্ত শটে ব্যবধান ৩-০ করেন। অতিরিক্ত সময়ে ব্রেনান জনসনের গোল সিটির ভক্তদের হতাশায় ডুবিয়ে ম্যাচের চূড়ান্ত ফল নির্ধারণ করে। ম্যানচেস্টার সিটির রক্ষণভাগ পুরো ম্যাচ অগোছালো ছিল। জন স্টোনস এবং মানুয়েল আকানজি টটেনহ্যামের আক্রমণ সামলাতে ব্যর্থ হন।</p> <p>সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের মাঠে ৫২ ম্যাচ ধরে অপরাজিত থাকার পর হার দেখল ম্যানচেস্টার সিটি। এই হারের পরেও ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাবটি প্রিমিয়ার লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। </p>