<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বামীর হাত ধরে শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে এসে মেয়েসহ দিন কাটছিল আমার। এখন স্বামীকেও হারালাম। এখন আমার কী হবে, আমার মেয়েটারই বা কী হবে!</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুক্রবার বৈষম্যবিরোধী আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ শ্রমিক নয়ন ইসলামের মৃত্যুর সংবাদ শুনে এভাবেই আর্তনাদ করতে থাকেন নিহতের বিধবা স্ত্রী। তাঁর বুকফাটা কান্নায় সবার চোখে জল আসে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উল্লেখ্য, ২৬ বছর বয়সী নয়ন ইসলাম। গ্রামে কখনো কৃষিশ্রমিকের কাজ করেছেন, কখনোবা করেছেন বাসের হেলপারি। রিকশাও চালিয়েছেন। সর্বশেষ কাজ করছিলেন রাজধানীর কাঁঠালবাগান এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে। এই অবস্থায় গত ৪ আগস্ট রাজধানীতে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হন তিনি। এরপর ওই দিনই তাঁকে ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। প্রায় দেড় মাস মৃত্যুর সঙ্গে লড়ে শুক্রবার রাতে ওই হাসপাতালে মারা যান তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা (সত্যমঙ্গলের কোর্ট) গ্রামের লোকমান হোসেনের ছেলে নয়ন ইসলাম। মা-বাবাসহ পরিবারের লোকজন বছর দেড়েক আগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করায় স্ত্রীকে নিয়ে একই গ্রামে শ্বশুরবাড়িতে চলে যান নয়ন। সেখানে স্ত্রী ও তিন বছর বয়সী মেয়েকে রেখে ঢাকায় কাজ করতেন তিনি। অন্য ধর্ম গ্রহণ করায় মা-বাবার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না বলে জানা গেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নয়নের শ্বশুর এরশাদুল হক গতকাল শনিবার ঢাকা থেকে মোবাইল ফোনে কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুপুরে ঢাকা মেডিক্যালের মর্গে নয়নের লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে তিনি মামলা করবেন বলে জানিয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বিকেলে প্রথম জানাজা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর দ্বিতীয় জানাজা হয়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সন্ধ্যায় কাঁঠালবাগান এলাকায় কিছু সময়ের জন্য লাশ রাখা হয়। পরে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেয় লাশবাহী গাড়ি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নয়ন ইসলামকে দুর্গাপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সদস্য বলে দাবি করেছে যুবদল।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, ঢাকায় জানাজা শেষে মরদেহ নিয়ে আসা হবে গ্রামে। আজ রবিবার সকালের দিকে জানাজা শেষে নয়নের মরদেহ দাফন করার কথা রয়েছে।</span></span></span></span></p>