<p>থাইল্যান্ডের পাতায়ায় অনুষ্ঠিত মিস গ্র্যান্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জেসিয়া ইসলাম। সেই মঞ্চে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে ব্যবহার করা শব্দগুচ্ছ নিয়ে হাজির হন তিনি। জেসিয়া নিজের গাউনে তুলে ধরেছিলেন কোটা সংস্কার আন্দোলনের প্রতিচ্ছবি।</p> <p>মিস গ্র্যান্ড ২০২৪-এর গ্র্যান্ড ফিনালে হয়ে গেল সম্প্রতি। এতে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল হয়েছেন ভারতের মডেল র‌্যাচেল রুপ্তা। প্রথম রানার আপ হন ফিলিপাইনের ক্রিস্টিন ওপিয়াজা, দ্বিতীয় রানার আপ মিয়ানমারের থে সু নি এবং তৃতীয় রানার আপ ফ্রান্সের সেফিতু কেবিনগিলি।</p> <p>বিজয়ীদের তালিকায় না থাকতে পারলেও টপ ২০-এ ছিলেন বাংলাদেশের আলোচিত-সমালোচিত মডেল জেসিয়া ইসলাম।</p> <p>ছাত্র আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ছিল প্রতিবাদের অন্যতম খুঁটি। সেখানে প্রতিনিয়ত হ্যাশট্যাগ ব্যবহার করে আন্দোলনের সময়কার ঘটনাগুলো তুলে প্রতিবাদ করেছিলেন নেটিজেনরা। এবার সেই প্রতিবাদী হ্যাশট্যাশ কাপড়ে ছাপিয়ে পোশাক তৈরি করেছেন জেসিয়া। </p> <p>বিশ্বমঞ্চে তার পোশাকে লেখা ছিল, ‘#কোটা_আন্দোলন’, ‘#মুক্তি’, ‘#ছাত্র_জনতা’, ‘#মুক্ত_বাংলা’, ‘#শান্তি’, ‘#save_Bangladeshi_students’, ‘#freedom', ‘#কোটা_বাতিল’, ‘#সমান_অধিকার’, ‘#peace’, ‘#Victory’, ‘#Bangladeshi_student_movement’, ‘#কোটা_বাতিল’, ‘#বিচার_চাই’ –এ রকম হ্যাশট্যাগগুলো কালো রঙে ছাপা হয় সর্ষে রঙের শাড়িতে। সোনালী পাড় এবং কমলা রঙের আঁচলে সাজানো হয়েছে শাড়িটি। দেশের নতুন সূচনার শুভ সকালকে কেন্দ্র করতে পিঠে একটি সোনালি জরির সূর্য এঁটে পোশাককে পূর্ণতা দেন জেসিয়া। সঙ্গে হার, ঝুমকা, টায়রা, কোমরবন্ধনীসহ ভারী গয়না আর হাতভর্তি চুড়িতে সেজেছেন তিনি।</p> <p>এবারই প্রথম নয়, জেসিয়া এর আগেও দুটি আন্তর্জাতিক বিউটি প্রেজেন্টে অংশ নিয়েছেন। ২০১৭ সালে প্রথম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা জিতে তিনি অংশ নেন চীনে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায়। এরপর তিনি আরো একটি প্রতিযোগিতায় অংশ নেন।</p>