<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভ্রমণ ও অভিবাসনের জন্য বিশ্বের প্রথম ১০টি দেশের তালিকায় জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তালিকায় সপ্তম স্থানে আছে আরব আমিরাত। দেশটি সম্পর্কে অনলাইনে তথ্য খোঁজার হার ২.৫৬ শতাংশ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নামবিওর প্রকাশিত সর্বশেষ রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়। তালিকায় তাদের পর অবস্থান করছে অস্ট্রেলিয়া, ফ্রান্স , সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস। বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত দেশ হলো যুক্তরাষ্ট্র। দেশটি নিয়ে অনলাইনে তথ্য খোঁজার হার ৫.৩১ শতাংশ। তাদের পেছনে আছে যুক্তরাজ্য, কানাডা, স্পেন, জার্মানি ও ইতালি। কভিড মহামারির পর থেকেই সংযুক্ত আরব আমিরাত বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। স্থিতিশীল ও ক্রমবর্ধমান বাজার হিসেবে দেশটির আলাদা কদর রয়েছে। ফলে নানা পেশার মানুষের জন্য দেশটিতে কর্মসংস্থান তৈরি হচ্ছে। এ ছাড়া পর্যটকদেরও মন জয় করতে শুরু করেছে আরব আমিরাত। কভিড মহামারির আগের তুলনায় দেশটিতে পর্যটকের সংখ্যা বেড়েছে। আরব আমিরাতের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য দুবাই। গত বছর এক কোটি ৭১ লাখ পর্যটক দুবাইয়ে ভ্রমণ করেন। কভিডের আগে ২০১৯ সালে শহরটিতে ভ্রমণ করে এক কোটি ৬৭ লাখ মানুষ। সূত্র : খালিজ টাইমস</span></span></span></span></p>