<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেছেন, মুক্তবাজার অর্থনীতির ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে নিত্যপণ্য বিক্রয় ও সরবরাহে সরকারি ব্যবস্থাপনা থাকতে হবে। এ ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও ভোক্তাদের প্রত্যেকের অবস্থানগত নৈতিক ভূমিকা রয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে গতকাল </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রমে সহায়তা</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> শীর্ষক এক অধিবেশনে এসব কথা বলেন তিনি। মুনীর চৌধুরী বলেন, ব্যবসা-বাণিজ্যে সততা ও নৈতিকতা না থাকলে সে ব্যবসা ধ্বংস হতে বাধ্য। ট্যারিফ কমিশনসহ প্রতিটি সরকারি প্রতিষ্ঠানকে নির্ভেজাল ও বিশুদ্ধ খাদ্য সরবরাহ নিশ্চিত এবং অতি উচ্চহারে মুনাফা রোধে কঠোর নজরদারি ও অনুশাসন প্রয়োগ করতে হবে।</span></span></span></span></span></p> <p> </p>