<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং জাতীয় উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ সময় শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উৎপাদনমুখী কর্মপরিবেশ তৈরিতে সেনাবাহিনীর নেতৃত্বে ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি টাস্কফোর্সের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে জানানো হয়। গতকাল বৃহস্পতিবার আইএসপিআর পরিচালকের পক্ষ থেকে সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইএসপিআর জানায়, ৯ আগস্ট থেকে এ পর্যন্ত এই টাস্কফোর্স সাভার-আশুলিয়া এলাকায় ৯৭টি, গাজীপুরে ৩৩টি ও নারায়ণগঞ্জে ছয়টিসহ মোট ১৩৬টি উদ্ধার অভিযান পরিচালনা করেছে।</span></span></span></span></p>