<p>বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি)পাঁচজন নতুন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। </p> <p>গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।</p> <p>নতুন সদস্যরা হলেন চৌধুরী সায়মা ফেরদৌস, এম সোহেল রহমান, মো. জহিরুল ইসলাম, মোহাম্মদ জামাল উদ্দিন এবং এ এস এম গোলাম হাফিজ। এই পাঁচজন সদস্যসহ বর্তমানে পিএসসির সদস্যসংখ্যা হলো ৯। এর আগে নতুন চেয়ারম্যান ও চার সদস্য নিয়োগ পান। </p> <p>সরকার পতনের পর গত ৮ অক্টোবর সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেন। পর দিন ৯ অক্টোবর পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। ওইদিন মো. সুজায়েত উল্লাহ, ড. মো. নাজমুল আমিন মজুমদার, ড. মো. আমিনুল ইসলাম এবং ড. নুরুল কাদির পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পান।</p>